খবরের বিস্তারিত...

ইসলামী ছাত্রসেনা ফরিদের পাড়া ইউনিট শাখার উদ্যোগে অর্ধ শতাধিক মুসলমান ভাইদের ঈদ বস্ত্র বিতরণ ২০১৯ সম্পন্ন

ইসলামী ছাত্রসেনা ফরিদের পাড়া ইউনিট শাখার উদ্যোগে অর্ধ শতাধিক মুসলমান ভাইদের ঈদ বস্ত্র বিতরণ ২০১৯ সম্পন্ন

অহিংস রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনা চাঁন্দগাও থানা ফরিদার পাড়া ইউনিট শাখার উদ্যোগে প্রত্যক বছরের ন্যায় এবছরও এলাকার গরীব-দুঃখী মুসলমান ভাইদের সাথে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্রগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ওয়াহিদ মুরাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর সহ-সভাপতি ছাত্রসেনা মোহাম্মদ কামরুল হাসান শাকিল সহ অন্যান্য সেনা ও ফ্রন্ট নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা ফরিদার পাড়া ইউনিট শাখার সভাপতি মোহাম্মদ সাব্বির উদ্দীন তানভীর।

অনুষ্ঠানে প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, শুধুমাত্র সিয়াম সাধনার মাসে ইবাদত বন্দেগীতে একজন মুসলমানের দায়িত্ব পালন সমাপ্ত নয়, বরং বছরের বাকি ১১ মাস যেন রোজার মাসের মত করেই আমরা ইবাদত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে।

পরে আখেরি মোনাজাত ও ঈদবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়

Comments

comments