খবরের বিস্তারিত...


মেধা নির্ভর জাতি গঠনে ইসলামী ছাত্রসেনা দৃঢ় প্রতিজ্ঞ

জানু. 23, 2020 সাংগঠনিক খবর

 

৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে ছাত্র সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রসেনা।

১৯৮০ সালের ২১শে জানুয়ারী বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ছাত্রসেনা’ হযে দাঁড়ায় সন্ত্রাস মুক্ত এক আদর্শিক কাফেলার সার্থক প্রতিরুপ। চট্টগ্রাম থেকে পথচলা শুরু করে একে একে ৩৯টি বছর পিছনে ফেলে এ সংগঠন রচনা করেছে এক গৌরবময় ইতিহাস।

আশির দশকে ছাত্রসেনা আয়োজিত প্রথম সেমিনারে (ইমামে আযম আবু হানিফা শীর্ষক) প্রধান অতিথি ছিলেন ইমামে আহলে সুন্নত আল্লামা সৈয়দ আবু নছর আবিদ শাহ মোজাদ্দেদী আল মাদানী (রহঃ)।

অপসংস্কৃতির করাল গ্রাস থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা এবং সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে দেশব্যাপী ইসলামী ছাত্রসেনা বৈজ্ঞানিক কর্মসূচি প্রণয়ন করে যাচ্ছে। প্রত্যেক ছাত্রদের সমান অধিকার ও নিরাপত্তা বিধানে ইসলামী ছাত্রসেনা বদ্ধ পরিকর।

Comments

comments