ফ্রান্সে রাসূল (সাঃ)’র ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে “ছাত্রসেনার” বিক্ষোভ মিছিল
ইসলামি ছাত্রসেনা বরিশাল জেলার উদ্দ্যেগে ফ্রান্সের সরকারি পৃষ্ঠপোষকতায়, রাসূল (সাঃ) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রসেনা বরিশাল জেলার সভাপতি ছাত্রনেতা কাউসার হোসেন, সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃমাহমুদুর রহমান সাঈদ সহ প্রমুখ।
এসময় বরিশাল জেলা ও বিভিন্ন উপজেলার ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্টের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে , অনতিবিলম্বে ফ্রান্সের সাথে যাবতীয় কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করার দাবী জানান।