অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান (রহঃ) এর ইন্তেকালে গভীর শােক প্রকাশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব, চট্টগ্রাম ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান (রহঃ) এর ইন্তেকালে গভীর শােক প্রকাশ করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম আরাফাত মােল্লা ও সাধারন সম্পাদক শেখ ফরিদ মজুমদার এক যৌথ শােক বিবৃতিতে বলেন, অধ্যক্ষ আল্লামা আনোয়ারুল ইসলাম খাঁন (রহঃ) আজীবন দ্বীনের খেদমত করে গেছেন। আশির দশকের সোনালী প্রজন্মের উজ্জ্বল নক্ষত্রদের একজন তিনি। ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলন করেছেন, ছাত্রসেনার কেন্দ্রীয় পর্ষদের শীর্ষ নেতাদের একজন ছিলেন তিনি। নব্বইয়ের দশকে ফ্রন্টের অন্যতম কান্ডারী ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি বিভিন্ন মাদ্রাসায় একেধারে একজন শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক, দক্ষ অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন । গবেষক ও কলামিস্ট হিসেবে লিখেছেন বিভিন্ন পত্রিকায় বহু কলাম। এমন একজন বিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও প্রবীণ দক্ষ সংগঠকের অভাব সহজে পূরণ হবে না। ২০ ফেব্রুয়ারি রাত ৮ টায় তিনি চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হুজুরের ইন্তেকাল সুন্নী জনতা একজন প্রিয় অভিভাবককে হারালাে। প্রসঙ্গত, আল্লামা আনওয়ারুল ইসলাম (রহঃ) দীর্ঘদিন ধরে ফয়জুলবারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে মাজহাব ও মিল্লাতের খেদমতে অক্লান্ত পরিশ্রম করেছেন। বিবৃতিতে বলা হয়, আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শােক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক এই গুণমুগ্ধ ও ওস্তাযুল ওলামাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন