খবরের বিস্তারিত...


সিরাজগঞ্জের মতবিনিময় সভায় ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ফেব্রু. 22, 2021 সাংগঠনিক খবর

তারুণ্যের অবক্ষয় রোধে ইসলামী ছাত্রসেনার আদর্শ অনুসরণের বিকল্প নেই — সিরাজগঞ্জের মতবিনিময় সভায় ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদেশের ছাত্ররাজনীতির আদর্শিক কাফেলা ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আহমদ রেজা এবং হাফেজ মুহাম্মদ মুনির উদ্দীন গত ২০ ফেব্রুয়ারী’২১ শনিবার কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে গঠিত ইসলামী ছাত্রসেনার দাওয়াতী কাজের অংশ হিসাবে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দরবার,পীর মাশায়েখ,ছাত্রশিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন। মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্রসেনার আদর্শ,উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে অবহিত করার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে ইসলামী ছাত্রসেনার আদর্শের অনুসরণ করার জন্য উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য যে,গত ২০ ফেব্রুয়ারী’২১ শনিবার সকাল ৯ টায় ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দরবার তরিকায়ে খাস মুজাহিদ্দেদিয়া আফসারিয়ার সাজ্জাদনশীন পীর তরিকত মাওলানা রাশেদুল হাসান লিটন সাহেবের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচিত, ঘোষনাপত্র,প্রচারপত্রসহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর লিখিত ও অনূদিত বইসমূহ উপহার দেন। এরপর সিরাজগঞ্জের ঐতিহাসিক শাহ আফসার আলী (রহ.), হযরত মাখদুম শাহদ্দৌলা শহীদ ইয়ামেনী (রহ.),হযরত শাহ শামসুদ তাবরিয (রহ.)এর পবিত্র মাজার শরীফ যিয়ারত করতঃ দরবারের খাদেম ও সাজ্জাদনশীনদের সাথে সাক্ষাৎ করার পর পবিত্র জুহরের নামাজ আদায় করে ইসলামী ছাত্রসেনা সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক জনাব হালিম সর্দারের সভাপতিত্বে শাহজাদপুরস্থ রতনকান্দি বায়তুস সালাম জামে মসজিদে ইসলামী ছাত্রসেনা সিরাজগঞ্জ জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও জেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন এবং উল্লাপাড়া উপজেলায় স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করার পর যথাক্রমে ইসলামী ছাত্রসেনা সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উল্লাপাড়া উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়।

Comments

comments