ভাষা দিবসে ছাত্রসেনা সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার বিশেষ আয়োজন
“অকুতোভয় ভাষাসৈনিকদের আত্মাহুতির বদৌলতেই আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”-অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে গত ২০শে ফেব্রুয়ারি’২০ ইং ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত “মুক্তিযোদ্ধার মুখে শুনি ভাষা শহীদদের আত্মদান” শিরোনামে আয়োজিত আলোচনা সভায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মাননীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী উপোরক্ত মন্তব্য করেন।
ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ফারহানুল ইসলাম কাউছার,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামিল হাসান,দপ্তর সম্পাদক খালেক মাসুদ,সদস্য আবেদ হোসেন,ইসতাকুর আনোয়ার রাহিব প্রমুখ।