খবরের বিস্তারিত...

চট্টগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা ছাত্রসেনা বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মতবিনিময়

চট্টগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা ছাত্রসেনা বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মতবিনিময়

ডিসে. 03, 2022 সাংগঠনিক খবর

চট্টগ্রামে অবস্থানরত ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা ছাত্রসেনা বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মতবিনিময়।

পরিচ্ছন্ন ও আদর্শিক রাজনীতির বরপুত্র আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর নেতৃত্বের প্রতি আস্থাশীল ইসলামী ছাত্রসেনা

২ ডিসেম্বর’২২ শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রামে অবস্থানরত ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম জেলা ছাত্রসেনার এক মতবিনিময় সভা চেরাগী পাহাড় সালমা ভবন ২য় তলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে
সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ- সভাপতি এস এম আবু সাদেক সিটু ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মুনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগর শাখার সাবেক সভাপতি নিজাম উদ্দিন নোমানী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি আব্দুল মালেক রেজভী, নুরুল আলম, সেনার সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি কফিল উদ্দিন রানা, সেনার সহ-সভাপতি খ ম জামাল উদ্দিন, সহ – সভাপতি এম আহমেদ রেজা, দক্ষিণের সাবেক সভাপতি নুরুল আবছার কফিল, সেনা কক্সবাজার জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাশেম, এনামুল হক, উত্তরের সাবেক সহ-সভাপতি সরওয়ার আলম, দক্ষিনের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন ইমন, চবির সাবেক সহ-সভাপতি জাহিদ কাদরী, নগর সেনার সাবেক সহ-সভাপতি ইউসুফ কবির, সেনার নগর সভাপতি কাউসারুল ইসলাম সোহেল, সেক্রেটারি ইন্জিনিয়ার রাসেল, উত্তরের সভাপতি ফরিদুল হক সেক্রেটারি মিজবাহুল ইসলাম, দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মাসরুর রহমান, নগর সেনার সহ-সভাপতি শিহাব উদ্দিন, মুহাম্মদ হোসেন, মুরশেদ রেজা কাদেরী, শহিদুল ইসলাম, আনওয়ার হোসেন রানা, জয়নাল আবেদীন, হাফেজ ফোরকান, মুহাম্মাদ ওমর ফারুক, হাফেজ নেজাম উদ্দিন, সেনা রাউজানের সভাপতি আবু তৈয়ব, ইমাম উদ্দিন, নাছির উদ্দীন, জমির উদ্দিন সানি,তানভীর কুতুবী, মুহাম্মদ সাইফুল ইসলাম,মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুহাম্মদ জিহান উদ্দিন প্রমুখ।

সভায় সাম্প্রতিককালে ২জন পদলোভী, প্রাসাদ ষড়যন্ত্রকারী ফ্রন্ট নেতার ভিন্ন রাজনৈতিক দলে যোগদান ও বিশৃঙ্খলার চুল-ছেঁড়া আলোচনা- পর্যালোচনা করে নেতৃবৃন্দ বলেন- দীর্ঘ প্রায় ২ বছর ধরে অনলাইন- অফলাইনে সোলায়মান ফরিদ নামক জঘন্য ব্যক্তিটি সংগঠন বিরোধী বিবিধ অপপ্রচার করে আসছিল। তখন থেকেই সংগঠনের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা সচেতন ও সতর্ক ছিল। যৎকারণে ক্রমাগত সে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। তার অন্য দলে যোগদানকে কেন্দ্র করে পত্র- পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়, তাও যে সম্পূর্ণ সঠিক ছিল না ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে যথাসময়ে প্রতিবাদ সম্বলিত সংবাদও প্রকাশিত হয়। উল্লেখ্য যে, ইতোপূর্বে সে সংগঠনের নিরীহ কর্মীদের নিকট থেকে ৩৪ লক্ষ টাকা আত্মসাৎসহ বিবিধ সংগঠন বিরোধী অপকর্মের জন্য দল কর্তৃক তার পদ- পদবী স্থগিত করা হয়। এ সংবাদও স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন পত্র- পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় সংগঠনে কোন সংকট তৈরি হয়নি। বরঞ্চ অপেক্ষাকৃত তৃণমূল অধিকতর উজ্জীবীত। এমনকি দল অন্য যে কোন সময় থেকে এখন আরও শক্তিশালী। ইসলামী ছাত্রসেনা দলের পরিচ্ছন্ন ও আদর্শিক রাজনীতির বরপুত্র আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং ঐক্যবদ্ধ। সভায় সকলে সম্মিলিতভাবে মাননীয় চেয়ারম্যান- মহাসচিবের নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ বলে দঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে সংগঠনের আসন্ন ১০ই ডিসেম্বর চট্টগ্রাম জেলার সম্মেলন, ১৬ ই ডিসেম্বর নগর শাখার বিজয় দিবস, ৩১ই ডিসেম্বর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় কাউন্সিল ও সমাবেশ, ২১ই জানুয়ারি ঢাকায় ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলন এবং অনুগামী পরিক্ষা সহ সংগঠনের সকল কর্মসূচি সফল করার লক্ষে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

Comments

comments