শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আয়াত হত্যার সাথে জড়িতদের দৃষ্ঠান্ত মুলক শাস্তি দিতে হবে—-শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এইচ এম মুজিবুল হক শাকুর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর শিশু আয়াতের নৃশংস হত্যাকা-ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেছেন অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে নারী ও শিশু নির্যাতন হত্যা, খুন সহিংসতা বাড়ছে জ্যামিতিক হারে। বাংলাদেশ ও তার ব্যতিক্রম নয়। প্রতিদিন পত্রিকার পাতা খুললে ধর্ষণ, গণধর্ষণ, ধর্ণষের পর হত্যা, যৌন নিপীড়ণের কারণে আত্মহত্যা, এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া, নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম কায়দায়, শিশু ও নারী হত্যা, নিষ্ঠুরতম কায়দায় খুন করার প্রতিযোগিতার খবর আমরা দেখতে চাই আমাদের আর্থিক উন্নতি হলেও আত্মিক উন্নতি হয়নি। আইনের কঠোর প্রয়োগ না হওয়ার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ থেকে সরে থাকার কারণেই যে, এসব ঘৃণিত ও চরম পাশবিক অপকর্ম হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এ ব্যাপারে এখনই প্রতিষেধক উদ্যোগ না নিলে আগামীতে তা নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাবে। শিশু খুন, ধর্ষণ সহ নারীর প্রতি সব ধরণের সহিংস অপরাধের রাশ টেনে ধরার জন্য প্রথম কর্তব্য হচ্ছে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইন আইন প্রয়োগের গতি সঞ্চার করার। দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মধ্যদিয়ে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু তা যদি না হয়। বা উল্টোটা হয়, তখন সমাজ বসবাসের অনুপযোগী হয়ে যায়। অপরাধীরা তখন বেপরোয়া হয়ে উঠে। সমাজকে অপরাধমুক্ত করতে আইনের নিরপেক্ষ কঠোর প্রয়োগের কোন বিকল্প নাই। তিনি অদ্য ২৯ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৪টায় বন্দরটিলা শাহ্ প্লাজার সামনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন ইপিজেড থানা শাখার কর্তৃক শিশু আলিনা ইসলাম আয়াতের নিশংস হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইপিজেড থানা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচ এম সাদেক এর সভাপতিত্বে ও মাওলানা ইদ্রিস আলম হক্কানীর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি কাউসারুল ইসলাম সোহেল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ হাশমত আলী তাহেরী। বক্তব্য রাখেন হাজী এম আলম রাজু, এম এ রহিম, আব্দুল অদুদ, মুহাম্মদ মহিউদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক, আবুল হাশেম রাশেদ, আবু বক্কর সিদ্দিকী, শাহেদুল আলম মুন্না, রবিউল হোসেন আজাদ, আব্দুল কাইয়ুম, সাজ্জাদ হোসেন, মহিউদ্দিন রাকিব, মেহেদী হাসান প্রমুখ৷