ইসলামী ছাত্রসেনা নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক সম্পন্ন
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করলেও এদেশে এখনো পর্যন্ত সর্বজনস্বীকৃত একটি শিক্ষাক্রম প্রণীত হয়নি। শিক্ষাক্রম সংস্কারের নামে সময়ে সময়ে শিক্ষাব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র আজ নতুন নয়। শিক্ষা আইন ২০২২ ইং সে ষড়যন্ত্রের অংশ। শিক্ষামন্ত্রীর উপর কারা ভর করে এই বিতর্কিত শিক্ষানীতি প্রণয়ন করিয়েছে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা সময়ের দাবী।
রাজধানীর শাহজাহানপুরস্থ মাহবুব আলী ইনস্টিটিউটে আয়োজিত ইসলামী ছাত্রসেনা নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।
পরিষদের সভাপতি ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, সরকারি দলের লেজুড়বৃত্তির সংস্কৃতি এদেশের ছাত্ররাজনীতিকে বিপদগ্রস্ত করেছে। ছাত্রনেতারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকার পরিবর্তে সরকারি দলের ছত্রছায়ায় শিক্ষাঙ্গনে অপরাধ করে বেড়াচ্ছে। এসব অপরাধী তথাকথিত ছাত্রনেতারা বিচারের বাইরে থাকায় একের পর এক অপরাধ সংগঠিত করার দুঃসাহস দেখাচ্ছে, যা নিঃসন্দেহে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, কাজী জসীম উদ্দীন, ইব্রাহীম আখতারী, এডভোকেট একরামুল হক, যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, স. ম. হামেদ হোসাইন, আল্লামা মোশাররফ হোসাইন হেলালী, এইচ এম মুজিবুল হক শাকুর, জসীম উদ্দীন তৈয়বী, সাংগঠনিক সচিব অধ্যাপক হাফেজ আহমদ, তরিকুল হাসান লিংকন, মাওলানা শামসুদ্দোহা, মাওলানা বদরুর রেজা সেলিম, অর্থ সচিব এস এম কাউছার, দপ্তর সচিব এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, প্রচার সচিব মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন নোমানী, ইসলামী ছাত্রসেনার সহ সভাপতি ফরিদুল হক, মুহাম্মদ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী, সানী দেওয়ান, রাশেদুল ইসলাম, এস. এম. ইসমাইল, শেখ তোফায়েল আহমেদ, মুহাম্মদ শহীদুল ইসলাম, মাসরুর রহমান, কে. এম. শামীম আহমদ, মুহাম্মদ মাঈন উদ্দীন, মুহাম্মদ বোরহান উদ্দীন, মুহাম্মদ ফখরুল সাজ্জাদ, মুহাম্মদ মিজানুর রহমান মুকুল, সাইফুল ইসলাম প্রমুখ।