ইসলামী ছাত্রসেনা মুন্সিগঞ্জ জেলার ইফতার মাহফিল
মহিমান্বিত মাহে রামাদ্বান আত্ম-সংযম ও ত্যাগের শিক্ষা দেয়
ইসলামী ছাত্রসেনা মুন্সিগঞ্জ জেলার ইফতার মাহফিলে বক্তারা
পবিত্র মাহে রামাদ্বান মুসলিম উম্মাহর কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে মুত্তাকী বান্দারা সংযমের শিক্ষায় দীক্ষিত হয়ে দিনের বেলা সিয়াম সাধনা এবং রাতের বেলা ক্বিয়ামুল লাইল পালনের মাধ্যমে সময় অতিবাহিত করে। এ মাস বান্দারের আত্ম-সংযম এবং ত্যাগের শিক্ষা দেয়। মাহে রামাদ্বানের এই নির্মল সুন্দর শিক্ষা বাকি এগারো মাস কাজে লাগিয়ে বান্দা নিজের জীবনকে সুসংগঠিত করতে পারে।
ইসলামী ছাত্রসেনা মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে বক্তারা উপর্যুক্ত মন্তব্য করেন।
ইসলামী ছাত্রসেনা মুন্সিগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আরিফ আল আবেদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ইরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার আহবায়ক ডাঃ আশিক মাহমুদ মিতুল। উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব জননেতা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ টঙ্গিবাড়ী উপজেলার সভাপতি শহিদুর রহমান সাগর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মিরকাদিম পৌরসভার সদস্য সচিব মিজানুর রহমান জিতু। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফা নীরব। আলোচনায় অংশ নেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য মুহাম্মদ ফাহিম প্রমুখ।