ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় নেতা ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ-সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক দপ্তর সম্পাদক মরহুম মুহাম্মদ ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন ও ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম তাহেরী, আলহাজ্ব মুহাম্মদ হাসান মাসুদ মেম্বার, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মাসুদ করিম, হাটহাজারী উপজেলার সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চিকনদন্ডী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী, মুহাম্মদ বদিউল আলম, আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াস মেম্বার, মাওলানা হাজী মুহাম্মদ গিয়াস উদ্দিন, হাজী মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ উসমান গণি, মুহাম্মদ নেজাম উদ্দীন, মুহাম্মদ নুরুল আলম নুরু, মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদ, ইসলামী ছাত্রসেনা পাহাড়তলী সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাহিরুল ইসলাম, চিকনদন্ডী সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম রিগান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল হক মিলন প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মরহুম মুহাম্মদ ইউসুফ আমৃত্যু আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের ঝাণ্ডাকে সমুন্নত রাখার জন্য কাজ করে গেছেন। দ্বীন মাজহাবের খেদমতে তিনি কখনো আপোস করেননি। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম তাহেরী।