ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদকীয় দপ্তরের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
ঢাকা প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষণ বিষয়ক দপ্তরের উদ্যোগে দপ্তরভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকমণ্ডলীর প্রশিক্ষণ কর্মশালা গত ৮ সেপ্টেম্বর ২০২৩ ইং, শুক্রবার, বিকাল ৫:০০ টায় সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন নোমানী। এতে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ মুনির উদ্দিন, তৌহিদ মুরাদ সুমন ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাকিব উদ্দিন।