ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা ইফতার মাহফিল সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে নগরীর অভিজাত রেস্টুরেন্টে “যাকাত ভিক্ষা নয়,গরীবের অধিকার শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মিছবাহুল ইসলামের সভাপতিত্বে ও মোরশেদ রেজা কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জননেতা ছৈয়দ হাফেজ আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম নেজামী, সহ-সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হোসেন, ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক যুবনেতা এম আহমদ রেজা। বিশেষ আলোচক ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হক, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।
বক্তারা বলেন,যাকাত ভিক্ষা নয়,গরীবের অধিকার গরীবের অধিকার নিশ্চিতকরণে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে যাকাতের সুষ্ঠু বন্টনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
আলোচনায় অংশ নেন ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন, সদস্য মুহাম্মদ সরোয়ার আলম, যুবনেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন খাঁন, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম রানা, কাজী আছাদুজ্জান, মুহাম্মদ তানভীর কুতুবী, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ আব্দুল কাদের, নুরুল আলম আরমান, ইমাম হোসাইন, মুহাম্মদ ইউনুস প্রমুখ।