২১ জানুয়ারী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ।
২১ জানুয়ারী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রসেনার তিন যুগ পূর্তি উপলক্ষ্যে ছাত্রসমাবেশ
ইসলামী ছাত্রসেনার প্রতিষ্টার তিন যুগ পূর্তি উপলক্ষ্যে আগামি ২১ জানুয়ারী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদ আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্টিত হবে। ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্টিব্য এই ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, প্রধান বক্তার বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। সমাবেশে আরো বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। কেন্দ্রীয় এই ছাত্রসমাবেশে ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদের আওতাধীন দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশ নেবে।