খবরের বিস্তারিত...


শহীদ হালিম মিলনায়তনে ছাত্রসেনা আয়োজনে রাতবাপী তালিমী জলসা ” শব বেদার” অনুষ্ঠিত

ফেব্রু. 19, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার বিভিন্ন শাখার নেতা কর্মীদের অংশগ্রহণে ও দ্য এস টিমের আয়োজনে বৃহস্পতিবার বাদে এশা হতে সারারাত ব্যাপী চট্টগ্রাম ওয়াসা ছাত্রসেনা জেলা অফিসস্থ শহীদ হালিম মিলনায়তনে তালিমী জলসা ” শব বেদার” অনুষ্টিত হয়। দ্য এস টিম চট্টগ্রাম জোন পরিচালক ও ছাত্রসেনা চট্টগ্রাম নগর সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন এর সভাপতিত্বে এতে আলোচনা করেন ছাত্রসেনা চট্টগ্রাম নগর সহ-সভাপতি মাওলানা আইয়ুব কাদেরী। তিনি তার আলোচনায় বলেন-ইসলামী আন্দোলনের কর্মীরা এমন হতে হবে যে তারা দিনের বেলায় রাজপথের বীর মুজাহিদ, আর রাতের বেলায় আল্লাহর ভয়ে তাহাজ্জুদে ক্রন্দনরত এক একজন দরবেশ। তার আলোচনার পর তাহাজ্জুদ,জিকির,মোরাকাবা,মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত অনুষ্টিত হয়।

 

Comments

comments