খবরের বিস্তারিত...


চাঁদপুরে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতিঃ জাতির ভাগ্য পরিবর্তনে ছাত্রসমাজের দায়িত্ব সবচেয়ে বেশী

ফেব্রু. 27, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা চাঁদপুর হাজীগঞ্জ ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মনির হোসাইন। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উক্ত শাখার সাধারণ সম্পাদক এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি বলেন- গতানুগতিকভাবে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আমরা অনেকেই ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করি, জাতীয় রাজনীতিকেও। সুসভ্য ভাল ছেলে, মেধাবী, সচ্চরিত্রবান কারো পথ বলে একে মানতে পারি না। এ বলয়ে বিচরণকারী অধিকাংশের নীচতা-হীনমন্যতা ও কলুষতার কারণেই কিন্তু এমন বিশ্ব াস জন্মেছে সবার। আসলে পথ খারাপ নয়, খারাপ হচ্ছে সে পথের পথিকরা। কারণ তাদের অনেকেই পথচ্যুত গোমরাহ। ইসলামী ছাত্রসেনা এখানে ব্যতিক্রমী চিন্তাধারা নিয়ে অগ্রসর হচ্ছে। শিক্ষাঙ্গনসহ বিভ্রান্ত- সমাজের সর্বত্র ইসলামের সত্যিকার মূল্যবোধ প্র তিষ্ঠার প্রত্যয়ে অগ্রসরমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের অনুসারী এই সংগঠন। ইহ-পারলৌকিক জীবনে সার্বিক মু ক্তির
নিশ্চয়তায় ইসলামের বিকল্প আর কিছু নেই।

Comments

comments