পাঠ্যপুস্তক থেকে ইসলামী সাহিত্য বাদ দেওয়া দূরভিসন্ধিমূলকঃ ছাত্রসেনা নারায়নগঞ্জ নগরের সভায় বক্তারা
ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগরের সভায় বক্তারা বলেন-পাঠ্যপুস্তক থেকে ইসলামী সাহিত্য বাদ দেওয়ার ষড়যন্ত্র এই দেশের ছাত্রসমাজ মেনে নেবে না। ২য় শ্রেণীর পাঠ্যপুস্তকের বাংলা বই থেকে বাদ দেওয়া হয়েছে ‘সবাই মিলে করি কাজ’ – শিরোনামে মুহাম্মদ (স.) এর সংক্ষিপ্ত জীবন চরিত, ৩য় শ্রেনীর ‘খলিফা হযরত আবু বকর’ শিরোনামে একটি সংক্ষিপ্ত জীবন চরিত, ৪র্থ শ্রেণীর খলিফা হযরত ওমর এর সংক্ষিপ্ত জীবন চরিত সহ প্রাইমারী ও মাধ্যমিক স্কুলের প্রতিটা শ্রেনীর বাংলা বই থেকে বাদ দেওয়া হয়েছে অনেকগুলো ইসলাম সম্পর্কিত প্রবন্ধ ও কবিতা। এই প্রবন্ধ ও কবিতাগুলো পুণরায় পাঠ্যপুস্তকে যুক্ত করার জন্য বক্তারা অবিলম্বে মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর সভাপতি মোস্তফা নীরব এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক লালন রায়হান, সিনিয়র সহ সভাপতি রিয়াদ,সহ সাধারণ সম্পাদক সানি মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান,অর্থ সম্পাদক ইমরান প্রমুখ।