‘রাষ্ট্রধর্ম ইসলাম ও রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষায় আজীবন সংগ্রাম চলবে’-ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন
ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন বলেছেন-রাষ্ট্রধর্ম প্রাণের ধর্ম ইসলাম আছে, থাকবে। তিনি আশা করছেন মহামান্য আদালতের রায়ে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকবে। তিনি গত শুক্রবার পল্টন ছাত্রসেনার কেন্দ্রীয় অফিসের শহীদ হালিম মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্রসেনার কেন্দ্রীয় সভায় উপরোক্ত মন্তব্য করেন। ছাত্রসেনার কেন্দ্রীয় সেক্রেটারী কফিল উদ্দীন রানার পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শাফিন, অর্থ সম্পাদক গোলাম হায়দার হাসিব,প্রচার সম্পাদক ফরিদ মজুমদার প্রমুখ।