খবরের বিস্তারিত...


বাংলা প্রশ্নে সুফিবাদ বিদ্বেষ ও সাম্প্রদায়িকতাঃ ইসলামী ছাত্রসেনা’র তীব্র নিন্দা

এপ্রিল 04, 2016 বিবৃতি

ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাংলা ১ম পত্রের প্রশ্নে সুফিবাদ বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা ছড়ানোর বিরুদ্ধে ইসলামী ছাত্রসেনা’র তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এইচ.এস.সি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িকতা ছড়ানো ও ইসলামের ২য় খলিফা হজরত ওমর ফারুক (রাদ্বিঃ)’র নামকে খুনী হিসেবে চিত্রায়িত করায় ইসলামী ছাত্রসেনা নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কফিলউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক (বিশ্ববিদ্যালয়) মুহাম্মদ ইকবাল হোসাইন এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, গত ৩ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্রের প্রশ্নে ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে তীব্র সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয়েছে। তদুপরি ইসলামের ২য় খলিফা হজরত ওমর ফারুক (রাদ্বিঃ) এর পবিত্র নামকে খুনী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। এছাড়াও এ প্রশ্নপত্রে সুফিবাদের বিরুদ্ধে বিষোদগার করে এদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে। এদেশ হাজার বছর ধরে আউলিয়ায়ে কামেলীনদের পবিত্র পদধূলিতে সিক্ত। এদেশে হজরত শাহ জালাল ইয়ামনী, শাহ পরান, খান জাহান আলী, শাহ মাখদুম রুপোষ, শাহ শরফুদ্দীন চিশতী (রঃ) সহ হাজার হাজার আউলিয়াগণ গত এক হাজার বছর এর অধিক কাল ধরে আধ্যাত্মিক সুধায় মানুষকে শান্তি ও সহাবস্থানের বার্তা দিয়ে গেছেন। তাঁদের কল্যাণময় শিক্ষা এদেশের ধর্মভীরু মানুষের অন্তরে চিরজাগরুক আছে ও থাকবে। অথচ গুটিকতেক জনবিচ্ছিন্ন নাস্তিক লেখক ও বুদ্ধিজীবী নামধারীরা এদেশে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ নষ্ট করতে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে এসব ঘৃণ্য তৎপরতা রোধ করে সরকারকে সঠিক পথে চলার আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে প্রশ্নপত্রে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের চাকুরী ও ক্ষমতার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশেপ্রেমিক ও ধর্মভীরু ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Comments

comments

Related Post