ইসলামী ছাএসেনা রায়পুর উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন।
ইসলামী ছাএসেনা আনোয়ারা থানার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার কাউন্সিল অধিবেশন ২০১৬ সম্পন্ন।
এতে উপস্থিত ছিলেন চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষক আরিফুল উদ্দীন আরিফ, উপজেলার দায়িত্বশীল হাফেজ মুহাম্মদ নাছির উদ্দীন এবং দোভাষী বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা প মুহাম্মদ কবির উদ্দীন.গহিরা আহলে সুন্নাত আশেকানে মুনিরীয়া গাউছিয়া কমিটির সম্মানিত সভাপতি ও ৩নং রায়পুর ইউনিয়ন ইসলামী ছাএসেনার সহ সভাপতি এইচ.এম.শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ইলিয়াছ, অর্থ সম্পাদক সোলাইমান সওদাগর, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ কামরুল হাছান ও ৩নং রায়পুর ইউনিয়র ইসলামী ছাএসেনার দায়িত্বশীল গহিরা আহলে সুন্নাত আশেকানে মুনিরীয়া গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক এইচ.এম.করিম , উপকূলীয় আদশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।