পহেলা বৈশাখ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিনের অভিষেকঃ সুস্থ ধারার সংস্কৃতি চর্চার আহ্বান বক্তাদের
বাংলা বছরের ১ম দিন শহীদ হালিম মিলনায়তনে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিন জেলার অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্টের যুগ্ন-মহাসচিব এম সোলায়মান ফরিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন।
অনুষ্টানে বক্তারা বলেন- প্রতিটা দেশীয় উৎসবে দেশীয় সংস্কৃতির বাইরে গিয়ে বিদেশী আগ্রাসনের প্রভাবে অসুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার প্রবণতা দেশের তরুণ প্রজন্মের মধ্যে আশংকাজনকভাবে বেড়ে গেছে। বক্তারা তরুণদেরকে এই গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার আহবান জানান।