খবরের বিস্তারিত...

রংপুর, কোরআন, ছাত্রসেনা

রংপুরে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতিঃ সুশাসন প্রতিষ্ঠা করতে কোরান-সুন্নাহ ভিত্তিক সমাজ চাই

এপ্রিল 20, 2016 সাংগঠনিক খবর

রংপুরে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা কোরন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই। ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভের মাধ্যমে দেশে শান্তির সমাজ বির্নিমান সম্ভব। তার জন্য দরকার কোরান-সুন্নাহর পূর্ণ অনুসরণ।

তিনি রংপুরে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন রংপুর জেলা আয়োজিত পবিত্র দরসুল কোরআন মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর কেন্দ্রীয় সভাপতি পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী (মাঃজিঃআঃ)

Comments

comments

Related Post