হিজাব পরিহিতা ছাত্রীকে বের করে দেওয়ায় ইসলামী ছাত্রসেনা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আজিজুর রহমান কর্তৃক হিজাব পরিধানের কারণে এক ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিশ্ববিদ্যালয়) ইকবাল হোসাইন, ইসলামী ছাত্রসেনা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ ইছমাইল হোসেন ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল।
তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন- হিজাব পড়া একজন নারীর ব্যাক্তিগত অধিকার, দেশের সংবিধান কিনবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোন আইন নাই যার কারণে একজন ছাত্রী ক্লাসে হিজাব পড়তে পারবে না। একজন প্রাপ্ত বয়স্ক নারীর ব্যাক্তিগত অধিকারে হস্তক্ষেপ করার অধিকার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাই। একজন সম্মানিত শিক্ষকের ক্লাসে এমন অনৈতিক ও অধিকারবহিভূত কর্মকান্ড জাতির জন্য লজ্জাজনক। নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। উল্লেখ্য ক্লাসে উপস্থিত এক ছাত্রী দাঁড়িয়ে এই ঘটনার তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছিল, নেতৃবৃন্দ উক্ত ছাত্রীর সাহসিকতার জন্য সাধুবাদ জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এহেন হীন ঘটনার প্রতিবাদে সরব হওয়ার আহবান জানিয়েছেন।