খবরের বিস্তারিত...

ছাত্রসেনা,শিবির

মেরাজুন্নবীর (দরুদ) মাহফিলে জামাত-শিবিরের হামলাঃ ইসলামী ছাত্রসেনার তীব্র নিন্দা

মে 01, 2016 বিবৃতি

চট্রগ্রামের আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের ময়নাগাজির বাড়িতে পবিত্র মেরাজুন্নবী (দরুদ) উপলক্ষ্যে অনুষ্ঠিত মাহফিলে জামাত-শিবিরের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রসেনা আনোয়ারা থানা নেতৃবৃন্দ।
ইসলামী ছাত্রসেনা আনোয়ারা থানার ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মুর্শেদ ও সাধারণ সম্পাদক মাশরুর হোসাইন এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন- নবীজির শানে আয়োজিত মাহফিলে হামলা চালিয়ে জামাত-শিবির আবারো প্রমাণ করেছে তাদের কেন নবী-বিদ্ধেষী গোষ্ঠী বলা হয়। একটি ইসলামী মাহফিলে যারা এইভাবে হামলা চালায় তারা কোন ইসলামী দল হতে পারে না, এরা পশু থেকেও অধম। নূন্যতম মানবতাবোধ থাকলে কোন মানুষ এমন একটি পবিত্র মাহফিলে নিরীহ মানুষের উপর হামলা চালাতে পারে না। নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান।

Comments

comments