খবরের বিস্তারিত...


বাঁশখালীতে জামাতের সাথে মোনাজেরায় সুন্নীদের জয়

মে 02, 2016 অন্যান্য

বাঁশখালীর  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পালেগ্রাম হাকিমিয়া মাদ্রাসায় ‘জানাজার নামাজের পরে দোয়া করা জায়েয নাকি নাজায়েয’ শীর্ষক মোনাজারায় মওদুদীবাদের আদর্শে বিশ্বাসী জামাত সমর্থক আলেম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যে মোনাজারা ২ মে,২০১৬ অনুষ্ঠিত হয়। এতে জামাতের পক্ষে ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বারসহ অন্যান্য আলেম, আর সুন্নীদের মধ্যে নেতৃত্বে দেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কাজী সাঈদুল আলম খাকী, আর তাকে সহযোগিতা করেন তার সন্তান, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মুর্শেদ রেজা কাদেরীসহ অন্যান্য সুন্নী আলেম। মোনাজারায় উভয় পক্ষ নিজ নিজ মতের পক্ষে দলিল পেশ করেন,  পরিশেষে সুন্নীদের পক্ষ জয়ী হয় এবং জামাত সমর্থকরা তা মেনে নেন।

Comments

comments

Related Post