
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কুরআন-সুন্নাহ অনুসারে শ্রমনীতি প্রণয়ন করতে হবে
মহান মে দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রসেনা বন্দর থানার আলোচনা সভায় বক্তারা অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সামাজিক শান্তি ও রাষ্ট্রীয় সমৃদ্ধি অর্জন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুসারে শ্রমনীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য সরকারের কাছ জোর দাবি জানান ॥ ইসলামী ছাত্রসেনা বন্দর থানার সভাপতি হাসান রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের পরিচালনায় অনুষ্টিত মে দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন বন্দর থানা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জনাব আবু তাহের, বিশেষ অতিথি হিসাবে ইসলামিক ফ্রন্ট ৩৮ নং ওয়ার্ডের সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রসেনা বন্দর থানার সাবেক সভাপতি ইঞ্জিনিয়র আরিফ উদ্দিন, নুরে আলম সিদ্দিকী॥ এছাড়া বক্তব্য রাখেন বন্দর থানা ছাত্রসেনার সহ-সভাপতি মুনসুর আলম, সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত বিন মুসা অভি, সেনা নেতা তওহীদুল আলম, হাফেজ আতাউল করিম, মুহাম্মদ হোসেন, আব্দুল হামিদ প্রমূখ ॥