
ইসলাম পরিপন্থী পাঠ্যসূচীর প্রতিবাদে শিক্ষাবোর্ড ঘেরাও করল ইসলামী ছাত্রসেনা
ইসলামী পরিপন্থী শিক্ষানীতি বাস্তবায়নের অপচেষ্টা, পাঠ্যবই ইসলামী ভাধারার সাহিত্য বাদ দিতে ইসলাম বিদ্ধেষী পাঠ্যবই প্রণয়ন এবং প্রশ্নপত্রে ইসলাম বিকৃতির প্রতিবাদে সোমবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও করে বোর্ডের সামনে অবস্থান কর্মসূচী পালন করে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর শাখা। এই সময় ছাত্রসেনার একটি প্রতিনিধি দল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এর নিকট সাক্ষাত করে নিজেদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করে। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি আবু সাদেক সিটুর নেতৃত্বে এতে বিপুল সংখ্যক ছাত্রসেনার নেতাকর্মী অংশ নেয়। কর্মসূচীতে অতিথি হিসেবে অংশ নেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর সহ-সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম আক্তারী।