ইসলামী ছাত্রসেনা সোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসা শাখার কাউন্সিল অনুষ্ঠিত
গত ১১ মে ইসলামী ছাত্রসেনা চট্রগ্রাম ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার কাঊন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সহ সম্পাদক জননেতা এম মহিঊল আলম চৌধুরী , প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রসেনার সহ-সভাপতি এম কাজী সুলতান আহমদ, প্রধান কাঊন্সিলর ছিলেন নগর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক এম মুনির হোসাইন, সভাপতিত্ব করেন এম রিদওয়ানুল ইসলাম, এইচ এম তৈয়্যব ঊল্লাহর পরিচালনায় বক্তব্য রাকেন ইস্তেফাজ, নাঈম, গোলাম কাদের, সুহাইল সহ প্রমুখ। পরিশেষে রিদওয়ানকে সভাপতি, তৈয়্যব ঊল্লাহকে সাধারণ সম্পাদক এবং ওসমান গনিকে সাংগঠনিক সম্পদক করে ৩১ সদস্য বিসিষ্ট একটি শক্তিশালৗ কমিটি গঠন করা হয়।