ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা ফেনী,নোয়াখালী ও লক্ষীপুর জেলার সমন্বয় সভা অনুষ্টিত
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা বৃহত্তর নোয়াখালীর তিন জেলার (ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর) সমন্বয়_সভা ১ জুন দুপুর ২ ঘটিকায় লক্ষীপুর সদর, খালেক গঞ্জ সূফী রওশন দাখিল মাদ্রাসা মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী পদুয়া দরবার শরীফের পীর সাহেব আওলাদে রাসুল (দরুদ) শামপুরি আল্লামা সৈয়দ আব্দুল মোক্ততাদির হোসাইনী (মা:জি:আ:)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর