বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবিতে শুক্রবার ঢাকায় ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ
বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবিতে শুক্রবার বাদে জুমা ঢাকা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট প্রাঙ্গনে বিশাল বিক্ষোভ সমাবেশ আহবান করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখা এবং ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ঢাকা জোন। ইসলামিক ফ্রন্ট ঢাকা নগর সেক্রেটারী এডভোকেট জাহাঙ্গীর রিজভী আপামত ছাত্রজনতাকে এই বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানিয়ে বলেছেন- বিতর্কিত ও ইসলাম বিদ্ধেষী এই শিক্ষানীতি বাতিল না হওয়া অবধি আমরা রাজপথে থাকব ইনশা আল্লাহ।