খবরের বিস্তারিত...


সুন্নীয়তের নক্ষত্র আল্লামা সৈয়দ জালাল উদ্দিনের ইন্তেকালে ইসলামী ছাত্রসেনার শোক

জুন 12, 2016 বিবৃতি

সূন্নীয়াতের ময়দানের আজীবন নিরলস কর্মবীর ,বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত অন্যতম সংগঠক,  ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রসার  প্রবীণ মুহাদ্দিস ,হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ জালালউদ্দিন ছাহেব  ১২ জুন,২০১৬ ইন্তেকাল করেন।  ইন্না লিল্রাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।  সুন্নীয়তের প্রবীণ এই আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ।
এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ,হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ জালালউদ্দিন ছাহেব  একজন প্রকৃত নবীপ্রেমিক ও দেশপ্রেমিক মানুষ ছিলেন। তাঁর ইন্তিকালে মিল্লাত একজন খাঁটি আশেকে রাসুলকে হারাল। তাঁর অভাব সহজেই পূরণ হবার নয়। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি

Comments

comments