১৭ জুন ইসলামী ছাত্রসেনা সিলেট নগর আয়োজনে কিয়ামুল লাইল মাহফিল
আগামী ১৭ জুন শুক্রবার ইসলামী ছাত্রসেনা সিলেট মহানগরের উদ্যোগে পবিত্র কিয়ামুল লাইল মাহফিল অনুষ্ঠিত হবে।
স্থান:- হযরত শাহজালাল (র:) একাডেমী, সুবিদবাজার সিলেট।
প্রধান অতিথিঃ এডভোকেট অধ্যাপক জাহাঙ্গীর আলম রেজভী
ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামিক ফ্রন্ট।
বিশেষ অতিথি বৃন্দ:- অধ্যাপক আল্লামা এমদাদুল হক,শাবিপ্রবি;
এডভোকেট শাহীদুল আলম রেজভী,সাবেক কেন্দ্রীয় সভাপতি,ছাত্রসেনা;
জনাব মো: শাহ্ আলম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক, ইসলামিক ফ্রন্ট,সিলেট জেলা।
সভাপতিঃ মো:আবুল খয়ের
সভাপতি, ইসলামী ছাত্রসেন্ সিলেট মহানগর।