খবরের বিস্তারিত...

শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্রসেনার বিক্ষোভ মিছিল

শিক্ষা আইন’১৬ বাতিলের দাবিতে চট্টগ্রামে ছাত্রসেনার সমাবেশে ধর্মপ্রাণ ছাত্রজনতার ঢল

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা এম সোলায়মান ফরিদ বলেছেন, জাতীয় শিক্ষানীতি ২০১৬ইং এর অধীনে প্রণীত সিলেবাসের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই থেকে মুসলিম লেখকদের ইসলামী ভাষাদর্শ সম্বলিত গল্প, রচনা ও কবিতা তথা মুসলিম মনিষি ও পন্ডিতদের জীবনালেখ্যকে পরিবর্তন করে সম্পূর্ণ বিপরীতধর্মী এমনিতর কতিপয় বিষয় সংযোজিত করা হয়েছে, যা মুসলমানদের ইমান-আকীদা ও ইসলামী মুলবোধের সাথে কোনভাবেই সংগতিপূর্ণ নয়। বরঞ্চ শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার প্রতি অধিকতর উদাসীনতা সৃষ্টির অপপ্রয়াস চালানো হয়েছে। এ শিক্ষানীতি পাঠ্যসূচী ও শিক্ষা আইনে সুর্দীঘকাল থেকে প্রচলিত ধর্মীয় শিক্ষার বিষয়টিকে গুরুত্বহীন করে তোলার মাধ্যমে নাস্তিক্যবাদী নীল নক্সা বাস্তবায়নের চরম ধৃষ্ঠতা ও প্রদর্শিত হয়েছে। স্বাধীন বাংলাদেশ ও বাংলাদেশী জাতিসত্তার মর্মমূলে ধর্মীয় প্রভাব দৃশ্যমান হলেও এ শিক্ষানীতিতে তা চরমভাবে উপেক্ষিত হয়েছে। এ কথা অস্বীকার করার কোন অবকাল নেই যে, তাবৎ দুনিয়ার ভূখন্ডগত পরিচিতির মর্মমূলে রয়েছে ধর্ম। তাই জাতিসত্তার অন্যতম ভিত্তি হিসেবে ধর্মশিক্ষাকে প্রাধান্য দিয়েই রাষ্ঠ্রীয় শিক্ষানীতি প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, ধর্মীয় মূল্যবোধের অনুশীলন ও চর্চার মাধ্যমেই একজন শিক্ষার্থী চারিত্রিক বৈশিষ্ঠ্যের উৎকর্ষতা সাধন এর পাশাপাশি খাঁটি ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এ কারণেই বিশ্বের দেশে দেশে ধর্মীয় শিক্ষার আলোকেই শিক্ষানীতি প্রনীত হয়েছে। ধর্মীয় শিক্ষা আহরণের জন্য পৃথক স্কুল, কলেজ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন একটি ক্যাথলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। যুক্তরাজ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খ্রীষ্ঠান ও ইহুদী শিক্ষা ব্যবস্থা চালু আছে। জার্মান ও গ্রীসে অদ্যবধি অর্থডক্স ও খ্রীষ্টধর্ম শিক্ষা চালু আছে। কানাডায় ক্যাথলিক শিক্ষার জন্য বার্ষিক বাজেটে বার্ধতামূলক বরাদ্দের প্রতিশন রয়েছে। রাশিয়া ও চীনেও ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। পাকিস্তান মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া নামক রাষ্ট্রগুলো মুসলিম ভিত্তি নিয়েই টিকে আছে। ভারতের স্বাধীনতা পরবর্তী ধর্ম নিরপেক্ষ শিক্ষা বাস্তবায়নে উদ্যোগ দেয়া হলেও কালক্রমে তা লক্ষভ্রষ্ট হয়। তুরাস্ক ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্দে কামাল আতাতুকের সর্বপ্রকার ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়। এছাড়াও সৌদি আরব সহ সকল মুসলিম অধ্যুষিত দেখে কোন না কোনভাবে ইসলামী শিক্ষা চালু রয়েছে। তাই শিক্ষানীতি ২০১৬্ং তে সংযোজিত ইসলামী ভাবাদর্শ বিরোধী বিষয়সমূহ বাতিল করে অবিলম্বে দেশের খ্যাতিনামা শিক্ষাবিদ, ইসলমী স্কলার তথা বিশেষজ্ঞদের সমন্বিত মতামতের ভিত্তিতে শিক্ষানীতি ২০১৬ইং পূর্ণ প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ১৮ জুন ২০১৬ ইং রোজ শনিবার বিকেল ২টায় শিক্ষানীতি ২০১৬ইং বাতিল এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম আবু ছাদেক ছিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব ও মহানগরী সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা অধ্যক্ষ হাফেজ আহমদ, মঈন উদ্দিন চৌধুরী হালিম, জয়নাল আবেদীন জিহাদী, ক ম মোজাম্মেল হক আলকাদেরী, ওহিদুল্লাহ সিরাজী, এম জিয়াউর রহমান, আবদুল মালেক আশরাফী, সোলায়মান আনসারী, আহসানুল আলম, বেলাল হোসেন, সুলতানুল রশিদ, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি এম নাঈম উদ্দিন। বক্তব্য রাখেন আহমদ রেজা, ক ম জামাল উদ্দিন, এনামুল হক এনাম, ফরিদ উদ্দিন, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, এমদাদ, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী সুলতান আহমেদ।

শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্রসেনার সমাবেশ

ইসলাম পরিপন্থী পাঠ্যসূচী সংশোধনের দাবীতে ঢাকায় ইসলামী ছাত্রসেনার সমাবেশে জনতার ঢল

Comments

comments

Related Post