খবরের বিস্তারিত...

stop indian channel

পিসটিভির পাশাপাশি সকল ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে – ইসলামী ছাত্রসেনা

জুলাই 13, 2016 বিবৃতি

জঙ্গীবাদের প্রচার মাধ্যম ‘পিসটিভি’ বন্ধ হওয়ার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন বলেছেন- আমরা বহু আগে থেকেই জঙ্গীবাদের উসকানির অভিযোগে পিসটিভি বন্ধ কর‍তে সরকারকে দাবী জানিয়েছিলাম। সেই দাবী যথাসময়ে মেনে নিলে আজ বহু তরুণ বিপথে যেত না, দেশেও এতগুলো জঙ্গী হামলা ঘটত না। অবশেষে দেরীতে হলেও সেই দাবী মেনে নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং একই সাথে প্রশ্ন তুলেন পিসটিভি বন্ধ করতে পারলে অন্যান্য ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করা যাবে না কেন ?? পিসটিভির মাধ্যমে একদিকে যুব সমাজের মধ্যে জঙ্গীবাদের বীজ বোপন করা হচ্ছে, অন্যদিকে স্টার জলসার মত ভারতীয় চ্যানেলগুলোর মাধ্যমে এই দেশের সাংস্কৃতিক ও পারিবারীক মূল্যবোধ ধ্বংস করা হচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসান প্রতিরোধে ভারতীয় এইসব টিভি চ্যানেল বন্ধ করা সময়ের দাবী। তিনি আরো বলেন যখন দেখি ভারতীয় সিরিয়ালের কল্যাণে পরিচিতি পাওয়া পাখি ড্রেস না পেয়ে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে দেয় এবং অবুঝ মেয়েরা আত্মহনন করে, তখন নিজেদের জাতীয় সম্মান আঘাতপ্রাপ্ত হয় না ?? এর দায়ভার কার ?? শুধু ভারতীয় চ্যানেল নয়, বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় এর কপিরাইট বিভাগও সমানভাবে এই জন্য অপরাধী। ভারতীয় সংস্কৃতির কালো থাবা থেকে আমাদের দেশ,সমাজ ও জাতিকে মুক্ত করার এখনি সময়।  ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলার কারণে আমাদের দেশে বর্তমানে বিভিন্ন পরিবারে অশান্তি বিরাজ করছে। তাই দেশের সংস্কৃতি রক্ষার স্বার্থে ও পারিবারিক অশান্তি দূর করার জন্য আমাদের দেশ থেকে অবিলম্বে এই টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিতে হবে।

 

Comments

comments

Related Post