খবরের বিস্তারিত...


পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজে ইসলামী ছাত্রসেনার কমিটি গঠিত

জুলাই 31, 2016 সাংগঠনিক খবর

৩০শে জুলাই, সকাল ১০ঘটিকায়, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন উক্ত কলেজ শাখার সভাপতি কুতুবুল ইসলাম মিতালীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে *প্রধান অতিথি-হিসেবে দক্ষিণজেলার সহ সাধারণ সম্পাদক মঈনুদ্দীন তালুকদার ও *প্রধান বক্তা- দক্ষিণজেলার অর্থসম্পাদক এম. নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ লোকমান হোসেনকে সভাপতি ও মুহাম্মদ জাবেদ আলমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

Comments

comments