জামালপুরে বন্যাদুর্গতদের মাঝে ইসলামী ছাত্রসেনার ত্রাণ বিতরণ
আজ বৃহত্তর ঢাকা বিভাগের সর্ব উত্তরের জেলা জামালপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার টিম। প্রতিনিধি টিমে ছিলেন ইসলামিক ফ্রন্ট এর সম্মানিত যুগ্ম মহাসচিব মজলুম জননেতা এম সোলায়মান ফরিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অন্যতম নেতা ও প্রবীণ আলেমেদ্বীন, পীরে ত্বরিক্বত আলহাজ মাওলানা আবু হানিফ মধুপুরী, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ এডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট শাহীদ রিজভী, ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় সভাপতি এম মনির হোসাইন,সিনিয়র সহ-সভাপতি নাঈম উদ্দীন, সাধারণ সম্পাদক কফিল উদ্দীন রানা, শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল এর কেন্দ্রীয় পরিচালক লায়ন মুহাম্মদ ইমরান, ইসলামী ছাত্রসেনা ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু ছায়িদ শাফিন,ছাত্রসেনা সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ঢাকা জোন সভাপতি এ.বি.এম আরাফাত মোল্লা, ছাত্রসেনা ঢাকা মহানগর সেক্রেটারী সামিউল শুভ, কেরানীগঞ্জ থানা নেতা শফিকুল ইসলাম প্রমুখ। ত্রাণ বিতরণ কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করেন ইসলামী ছাত্রসেনার জামালপুর জেলার নেতাকর্মীবৃন্দ।
ত্রাণ বিতরণের ২য় পর্বে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার টিম শীঘ্রই রাজশাহী বিভাগের উদ্দেশ্যে রওয়ানা দিবে।
এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে যারা শরীক হতে চান তাঁরা আমাদের সংগঠনের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন। যাঁরা ব্যাংকে টাকা পাঠাবেন তারা (01554324401) মোবাইল নম্বরে (শাহীদ রিজভী) ট্রানজেকশন এসএমএস দিয়ে কে কত টাকা দিলেন তা জানিয়ে দিবেন। আর যারা বিকাশ করবেন তারা “রেফারেন্স” অপশনে “Relief” শব্দটা লিখবেন।
ব্যাংকঃ শাহজালাল ইসলামি ব্যাংক, ঢাকা মেইন শাখা।
একাউন্ট নাম- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,
একাউন্ট নং- 33653,
বিকাশ পার্সনাল নম্বরঃ 01614324401