খবরের বিস্তারিত...


★জঙ্গিদের কোনো ধর্ম নেই★ হাটহাজারীতে ইসলামী ছাত্রসেনার সমাবেশে বক্তারা

আগস্ট 05, 2016 সাংগঠনিক খবর

  •  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা হাফেজ আহমদ বলেছেন জঙ্গিরা মানবতার শত্রু। এদের কোনো ধর্ম নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে জঙ্গিবাদ দমনে কঠোর হতে হবে। তিনি আরো বলেন, চলমান বিশ্বে জঙ্গিবাদ আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। মুসলিম জাতিকে আন্তর্জাতিকভাবে হেয় করার জন্য একটি মহল বিধর্মীদের মুসলিমের খোলস পরিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড করাচ্ছে। এব্যাপারে আপামর মুসলিম জাতিকে সচেতন হতে হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাটহাজারী (পশ্চিম) উপজেলার উদ্যোগে হাটহাজারী বাস স্টেশন চত্বরে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট হাটহাজারী উপজেলা (পশ্চিম) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম তাহেরীর সভাপতিত্বে ও সাইফুর রহমান সাগরের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক এম. ফরিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রবাসী নেতা মুহাম্মদ হোসেন, মুহাম্মদ ইউসুফ, আতিকুল্লাহ চৌধুরী, মুহাম্মদ বদিউল আলম, মুহাম্মদ শওকত আলী, মুহাম্মদ ফোরকান উদ্দীন, মুহাম্মদ নাসির, কাজী আছাদুজ্জামান, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, কাজী আকরাম হোসেন জজবা প্রমুখ।

Comments

comments