ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তরের কাউন্সিল সম্পন্ন-পলাশ সভাপতি,আরিফ সেক্রেটারী নির্বাচিত
প্রগতিশীল ও অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তর থানা শাখার প্রতিনিধি সম্মেলন 26-08-2016 রোজ শুক্রবার বিকাল 3.00 ঘটিকা হতে ইসলামী ছাত্রসেনা রাউজান থানা শাখার অস্থায়ী কার্যালয়ে বিপ্লবী # মেধাবী_ছাত্রনেতা_খ_ম_জামাল_উদ্দিনের # সভাপতিত্বে_অনুষ্ঠিত_হয় । # প্রধান_অতিথি_হিসাবে_উপস্থিত_ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর পরিষদের মাননীয় সভাপতি জননেতা # জনাব_মুহাম্মদ_আবু_আব্দুল্লাহ_রায়হান । # বিশেষ_অতিথি_হিসাবে_উপস্থিত_ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান উত্তর উপজেলা পর্ষদের মাননীয় সাধারণ সম্পাদক জননেতা # জনাব_মাওলানা_মুহাম্মদ_শফিউল_আজম # রেজভী । ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান উত্তর উপজেলা পর্ষদের সম্মানিত নেতৃবৃন্দগণ # জনাব_মুহাম্মদ_মঈন_উদ্দিন । # জনাব_মুহাম্মদ_নাজিম_উদ্দিন_চৌধুরী । # জনাব_মুহাম্মদ_শাখাওয়াত_হোসেন_সুমন । আন্জুমানে খুদ্দামুল মোসলেমিন আবুধাবী শাখার বিপ্লবী সহ-সাংগঠিক সম্পাদক # জনাব_মুহাম্মদ_গিয়াস_উদ্দিন_সিকদার । # প্রধান_বক্তা_হিসাবে_উপস্থিত_ছিলেন — ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা # জনাব_মুহাম্মদ_ফরিদ_উদ্দিন । # প্রধান_নির্বাচন_কমিশনার_হিসাবে_উপস্থিত_ ছিলেন – ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা # জনাব_মুহাম্মদ_ফরিদুল_হক_চৌধুরী । এ ছাড়াও ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তর থানা শাখার সাবেক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তর থানা শাখার আওতাধীন প্রতি ইউনিয়ন থেকে আগত প্রতিনিধির যৌথ উপস্থিতিতে সুন্দর ও সফল একটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তর থানার বিপ্লবী সভাপতি খ.ম.জামাল উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্যেই প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন, প্রতিনিধি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা জনাব মুহাম্মদ ফরিদুল হক চৌধুরী। প্রথমেই ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তর থানা শাখার 2014-2015 কার্যকরী পরিষদকে বিলুপ্ত ঘোষনা করেন। প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ফ্রন্ট ও সেনা অতিথিবৃন্দ ও ইউনিয়ন প্রতিনিধি সহ যৌথ ভোট ও মতামতের ভিত্তিতে ইসলামী ছাত্রসেনা রাউজান উত্তর থানা শাখা 2016-2017 কার্যকরী পরিষদ গঠন করেন।পরিশেষে আখেরী মোনাজাতে আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী (রহ:) খুনীদের গ্রেফতার পূর্বক শাস্তির জন্য দোয়া করা হয়।