নারায়নগঞ্জে শোহাদায় কারবালা ও আহলে বায়াতে রাসূল স্মরণে ছাত্রসেনার মিলাদ মাহফিল
ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে পবিত্র শোহাদায় কারবালা ও আহলে বায়াতে রাসূল স্মরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো ২১-১০-১৬ইং রোজ-শুক্রবার,ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা কার্যালয়ে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- মাওলানা শহীদুল ইসলাম আল-আবেদী,আহবায়ক- ইসলামিইসলামীক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলা।
প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন- ছাত্রজনতার অহংকার,মেধাবী ছাত্রনেতৃত্ব ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক- সৈয়দ গোলাম হায়দার হাসীব।
বিশেষ বক্তা- সংগ্রামী ছাত্রনেতা মোঃ গোলাম মোস্তফা,সভাপতি- ইসলামীইসলামি ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর
সভাপতিত্ব করেন- ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলার বিপ্লবী সভাপতি,সংগ্রামী ছাত্রনেতা- মোঃ রাহাত হাসান রাব্বী
এছাড়া আরো উপস্হিত ছিলেন- ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা অর্থ-সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম তারেক,দপ্তর সম্পাদক-রিদওয়ানুল ইসলাম নিবিড়,ফয়সাল।
ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগর এর সাধারন-সম্পাদক- মোঃ লালন রায়হান, ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ মহানগরের- আশরাফ সাদ পিয়াশ,ইমরান খন্দকার,সেলিম।
ইসলামী ছাত্রসেনা বন্দর থানার সাধারন-সম্পাদক- সংগ্রামী ছাত্রনেতা- মোঃ আনিস সহ জেলা ও মহানগরের গুরুত্বপূর্ন নেতৃবৃন্দগণ।