খবরের বিস্তারিত...

আল্লামা-জালাল-উদ্দীন-আল-কাদেরী

আল্লামা জালাল উদ্দীন আল কাদেরীর ইন্তেকালে ইসলামী ছাত্রসেনা নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ

নভে. 27, 2016 বিবৃতি

উপমহাদেশের প্রখ্যাত আলেম, হাজার হাজার ওলামা মাশায়েখদের ওস্তাদ, ইসলামিক ফাউন্ডেশন এর গভর্ণর, খতীবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আল কাদেরী হুজুরের ইন্তেকালে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন ও সেক্রেটারী কফিল উদ্দীন রানা, ছাত্রসেনা ঢাকা নগর সভাপতি শেখ ফরিদ মজুমদার ও সেক্রেটারী সামিউল শুভ,ছাত্রসেনা ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি  মোস্তফা কামাল ও সেক্রেটারী আহাদুল ইসলাম তালুকদার এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন- আল্লামা জালাল হুজুরের ইন্তেকালে বিশ্ব মুসলিম একজন কান্ডারী হারাল। তিনি একাধারে দ্বীনের একজন বিদগ্ধ আলেম ছিলেন, পাশাপাশি একজন দক্ষ শিক্ষক ও প্রশাসক যুগ যুগ ধরে প্রজন্মের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। তার ইন্তেকালে ইসলামী বিশ্বের যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। উল্লেখ্য তার সালাতে জানাজা রোববার জাতীয় ঈদ্গাহ ময়দানে অনুষ্টিত হবে।

Comments

comments

Related Post