ইসলামী ছাত্রসেনা দাগনভূইয়া পৌরসভার তিন নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা শাখার তত্বাবধানে ধারাবাহিক দশটি ইফতার আয়োজনের অংশ হিসেবে তৃতীয় বারের মত ইফতার মাহফিল পৌরসভার তিন নং ওয়ার্ডে মঙ্গলবার শহরের দ: আলীপুর সড়কের দারুস সালাম প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাও: হাসনাইন আহমদ ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোঃ ইউসুফ। ওয়ার্ড আহবায়ক এম.মনির উদ্দিনের সভাপতিত্বে ও সচিব ইসমাইলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দাগনভূঞা বড় মসজিদের ইমাম মাও: আব্দুল আউয়াল, রাজনীতিববিদ খুরশীদ আলম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফছারুল বাবু। উপজেলা সভাপতি জহিরুল হক রাসেল,সাংগঠনিক সম্পাদক এ.বি.সিদ্দিক সোহেল , সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন ,অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী বেলাল হোসেন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাবেদ মোল্লা ও সফিকুল ইসলাম প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচলনা করেন হাফেজ আবুল বাশার।