ইসলামী ছাত্রসেনা হাটাজারী পূর্ব আয়োজনে পবিত্র নূযুলুল কোরঅান মাহফিল অনুষ্টিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পূর্ব উপজেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল ১৩ জুন ১৬ রমজান পবিত্র মাহে রমজান ও বদর দিবস জনাব মুহাম্মদ ইউছুপ অালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,জননেতা অধ্যক্ষ,অাল্লামা এস.এম.ফরিদ উদ্দিন (মাঃজিঃঅাঃ) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ অাহলে সুন্নাত ওয়াল জামা অাত হাটহাজারী পূর্ব উপজেলা শাখার সম্মানিত সভাপতি অালহাজ্ব মাওলানা হারুনুর রশিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাবেক সভাপতি অাল্লামা সেলিম খাঁন ইলিয়াছি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক,অধ্যক্ষ অাল্লামা হাসান রেজা অাল কাদেরী (মাঃজিঃঅাঃ) বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক,জননেতা অাল্লামা জয়নুল অাবেদীন জিহাদী।ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শিকারপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জননেতা হাফেজ মাওলানা নাছির উদ্দিন চৌধুরী,ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরী। এতে অারো উপস্থিত ছিলেন,অান্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ রাস-অাল খাইমা,কুয়েত,অাবুধাবী শাখা,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পূর্ব উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।