খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার কাউন্সিল ও ইফতার মাহফিল সম্পন্ন

গত ১৩ জুন ‘১৭ মঙ্গলবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার কাউন্সিল ও ইফতার মাহফিল ডাঃ ইসমাত হোছাইন ছাদেকেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী পৌরসভার সভাপতি জননেতা আল্লামা ইলিয়াছ শিকদার। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলা সভাপতি জননেতা ওবায়দুল হক তৈয়বী। প্রধান নির্বাচন কাউন্সিলর ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্রগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা ইন্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্রগ্রাম দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদকে ছাত্রনেতা আবু রেহান মুহাম্মদ ফয়সাল। বিশেষ অথিতির আলোচনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পৌরসভার সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা সাহেদুল আলম। প্রধান অথিতি বলেন ‘ছাত্র সমাজের কল্যাণে ছাত্রসেনা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করছে। নব নির্বাচিত পৌরসভা কমিটি সেই ধারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ’। সভায় উপস্থিত ফ্রন্ট নেতৃবৃন্দ আগামী ২১ রমজান আদর কমিউনিটি সেন্টারে আয়োজিত ক্বিয়ামুল লাইল মাহফিল সফল করতে নব নির্বাচিত সেনা নেতৃবৃন্দকে নির্দেশনা প্রধান করেন। সভার সম্মতিক্রমে মহিউদ্দীন আহমেদ ইমনকে সভাপতি ও মুহাম্মদ জমিরুল আলমকে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়। পরিশেষে মুনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Comments

comments