ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার কাউন্সিল সম্পন্নঃ এনাম সভাপতি, জাহেদ সম্পাদক নির্বাচিত
গত ২৯শে জুলাই’১৭ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে এম নরুল আবসার কফিলের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীনের সঞ্চালনায় ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিনিধি সম্মেলনের অনুষ্টিত হয়।।।যেতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব,মজলুম জননেতা এম সোলায়মান ফরিদ,উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ফ্রন্টের বিপ্লবী সভাপতি স ম হামেদ,বিশেষ অথিতি ছিলেন এম মহিউল আলম চৌ: প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আহমদ রেজা,নগর সভাপতি কাজী সুলতান,উত্তরের সভাপতি জামাল,দক্ষিনের সাবেক সভাপতি মালেকরেজভী,এম নুরুল আলমসহ আরোও অনেকে।।। সভায় প্রতিনিধিদের ভোটের মাধ্যমে সম্পুর্ণ গনতান্ত্রিক ধারায় নতুন কমিটি নির্বাচন করা হয়।।।নির্বাচিত প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা এনামুল হক এনাম সাধারণ সম্পাদক ইঞ্জি: গিয়াস উদ্দীন জাহেদ ও সাংগঠনিক সম্পাদক আবু রেহান ফয়সাল।।