খবরের বিস্তারিত...


রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারকে মুসলিম বিশ্বের কূটনৈতিক চাপ দিতে হবে- ইসলামী ছাত্রসেনা

আগস্ট 30, 2017 সাংগঠনিক খবর

রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারকে কূটনৈতিক চাপ দিতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহবান জানিয়েছে ইসলামী ছাত্রসেনা। আজ চট্টগ্রাম প্রেসক্লাবে মায়ানমারে রোহিঙ্গাদের উপর বার্মা সরকারের গণহত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে। মানবন্ধনে উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার নেতারা বলেন- রোহিঙ্গা সমস্যা মায়ানমারের সৃষ্টি, তাই মায়ানমারকেই সেই সমস্যার সমাধান করতে হবে। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে পারে, কিন্তু রোহিঙ্গা  সমস্যার স্থায়ী সমাধানে  মায়ানমারকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে বাধ্য করতে মুসলিম বিশ্বের যৌথ চাপ প্রয়োগ করতে হবে। একদিকে যখন রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছে, সেই সময় মুসলিম বিশ্বের নেতাদের নীরবতা প্রশ্নবোধক। মায়ানমারে জাতিসংঘের ভূমিকাও হতাশাজনক, সেখানে জাতিসংঘের দৃশ্যমাণ কোন মানবিক তৎপরতা নেই। এমন মানবিক ট্র্যাজেডিতে বিশ্ব বিবেক যেন চুপ হয়ে আছে। মায়ানমার সহ দুনিয়ার সব প্রান্তে নিপীড়িত মুসলিমকে রক্ষায় দুনিয়ার সব মানবিকবোধ সম্পন্ন মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছে বক্তারা।

Comments

comments