রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে শাহরাস্তিতে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার মানববন্ধন
রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ ঘটিকায় শাহরাস্তি গেইট, দোয়াভাঙ্গায় এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সভাপতি মাস্টার হেলাল আহমেদ এর সভাপতিত্বে । অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক মো. ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জেহাদি, দপ্তর সম্পাদক শাহাদাত হোসাইন, ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা সভাপতি হাফেজ নেয়ামুল ইসলাম, ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা সাধারন সম্পাদক দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন প্রমুখ।