খবরের বিস্তারিত...


নরসিংদী জেলা ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্নঃ আল-আমিন সভাপতি,মোমেন সম্পাদক

সেপ্টে. 29, 2017 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলার কাউন্সিল অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী এ এবি এম আরাফাত মোল্লা, প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা সভাপতি রাহাত হাছান রাব্বী, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ছাত্রসেনার কেন্দ্রীয় অর্থ সম্পাদক পীরজাদা গোলাম হায়দার হাসীব। উক্ত কাউন্সিল অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য ও গাজিপুর জেলার সাধারন সম্পাদক,গাজীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাওলানা আল-আমিন আল-আবেদী, নরসিংদী জেলা হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম কমিটির সম্মানিত সভাপতি  শাজাহান আল-আবেদী সহ মাইজভান্ডার,নারিন্দা,আটরশি দরবার শরীফের  তরিকত সংগঠনের নেতৃবৃন্দ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আল-আমিনকে সভাপতি ও মাওলানা মোঃ মোমেনকে সাধারন সম্পাদক  করে ৩৩ সদস্য বিশিষ্ট্  কমিটি ঘোষনা করা হয়।

Comments

comments