খবরের বিস্তারিত...


ফেনী শহরে ইসলামী ছাত্রসেনার সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

জানু. 24, 2018 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠার 38 বছর পূর্তি উপলক্ষে ফেনী জেলা শাখার উদ্যোগে আজ ২২ জানুয়ারি-২০১৮ ইং, সোমবার সকাল ১১ টায়, সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ ওমর ফারুকের চঞ্চালনায় জেলা সভাপতি, ছাত্রনেতা ফয়েজ উল্লার সভাপতিত্বে ফেনী শহিদ মিনার চত্বরে #বিশাল_ছাত্র_সমাবেশ_ও_বর্ণাঢ্য_র ্যলী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র সভাপতি, মাওলানা মহি উদ্দিন, বিশেষ অতিথি:- জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র সহ-সাধারণ সম্পাদক, অধ্যক্ষ আবুল বাশার চৌধুরী, অর্থ-সম্পাদক, হেলাল উদ্দিন মজুমদার। প্রধান বক্তা ছিলেন:- ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, আব্দুল্লাহ আল-মুজিব। বক্তব্য রাখেন:- প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জহিরুল হক রাসেল, কামরুদ্দিন তারেক, রিয়াজ উদ্দিন, এনামুল হক জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে #বর্ণাঢ্য_র‍্যলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহিদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

Comments

comments