খাগড়াছড়ি জেলা কাউন্সিল থেকে ফেরার পথে ইসলামী ছাত্রসেনার দুই নেতা সড়ক দুর্ঘটনায় আহত
ইসলামী ছাত্রসেনা খাগড়াছড়ি জেলা কাউন্সিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার জামাল উদ্দীন ও কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাছেল। বৃন্দাবন হাট এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারালে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। দুইজনের হাতে-পায়ে আঘাত লাগে।
গতকাল অনুষ্টিত কাউন্সিলে খন্দকার জামাল প্রধান অতিথি ও রাশেদুল ইসলাম রাছেল প্রধান বক্তার বক্তব্য রাখেন। কাউন্সিলে ২০১৮-১৯ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।