ইসলামী ছাত্রসেনা মুন্সীগঞ্জ জেলা আয়োজনে প্রফেসর তাজুল ইসলাম এর স্মরণ সভা অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন প্রফেসর তাজুল ইসলাম ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার সবেক সভাপতি প্রফেসর তাজুল ইসলাম ফিরোজি স্যার এর স্মরনে ইসলামী ছাএসেনা মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।। এতে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন খান, অর্থ সম্পাদক রিপন খান, টংগিবারি উপজেলার সভাপতি মাওলানা সাগর আহাম্মেদ। ইসলামী ছাএসেনার কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক রাহাত হাসান রাব্বি, খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ আশিক মাহামুদ মিতুল, সদস্য মো আলতাফ হোসেন। মুন্সিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহান খান সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাএসেনার মুন্সিগঞ্জ জেলার দায়িত্বশীলরা । স্মরণ সভায় বিভিন্ন বক্তারা বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন প্রফেসর তাজুল ইসলাম স্যার এবং তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন । পরে মোবাইল ফোনের মাধ্যমে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান, আওলাদে রসুল (দঃ) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।